প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

হিমালয় কন্যা পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন ৫নং চাকলাহাট ইউনিয়নের জেলা সংযোগ পাকা সড়ক সংলগ্ন জেলা সদর হতে ১২ কিঃমিঃ পূর্বে মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী খামির উদ্দীন প্রধান আলিম মাদরাসা। মাদরাসাটি ০১/০১/১৯৮৫ ইং সনে স্থানীয় ইসলাম প্রিয় জনগনের উদ্যোগে প্রথমে চাকলাহাট আনছারিয়া ফোরকানিয়া মাদরাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৩ ইং সনে চাকলাহাট ইউনিয়নের রুপকার দীর্ঘ ৩০ বছরের সফল ইউপি চেয়ারম্যান পঞ্চগড় জেলার বিশিষ্ট দানবীর জনাব আলহাজ্জ খামির উদ্দীন প্রধান সাহেব উক্ত ফোরকানিয়া মাদরাসাটিকে দাখিল/মাধ্যমিক মাদরাসা করার জন্য প্রয়োজনীয় জমি অর্থ প্রদানের ইচ্ছা প্রকাশ করলে এলাকার শিক্ষানুরাগী ধর্মপ্রাণ ও সমাজসেবী ব্যক্তিবর্গ স্বতঃ স্ফুর্তভাবে এগিয়ে আসে এবং সেইসাথে স্থানীয় ব্যক্তিবর্গ জনাব মোঃ সফিউল আলম সরকার, জনাব আলহাজ্জ আ ব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্জ জফির উদ্দীন আহাম্মেদ, জনাব মোঃ আবু দাউদ প্রধান, জনাব মোঃ আবু আলম সরকার, জনাব মোঃ হামিদুর রহমান সরকার জমি দান করতে প্রতিশ্রুতি দেন। ফলে ১৯৯৪ ইং সনে প্রতিষ্ঠানটি দাখিল মাদরাসা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এলাকার জনগনের প্রস্তাবের প্রেক্ষিতে মাদরাসাটির নামকরণ করা হয় "হাজী খামির উদ্দীন প্রধান আলিম মাদরাসা।"
প্রতিষ্ঠানটি ০১/০১/১৯৯৪ ইং ও ০১/০১/১৯৯৫ ইং সনে যথাক্রমে দাখিল ৯ম শ্রেনী খোলার অনুমতি ও দাখিল ১০ম শ্রেনীর একাডেমিক স্বীকৃতি লাভ করে। ০১/০৭/১৯৯৫ ইং সনে প্রতিষ্ঠানটি এমপিও ভূক্ত হয়। মাদরাসাটিতে সাধারণ বিভাগ ও বিজ্ঞান বিভাগ চালু আছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা ও বিজ্ঞান শিক্ষা লাভের সুযোগ থাকায় এলাকার জনগণ স্বতঃস্ফুর্ত ও আন্তরিকভাবে তাদের সন্তানদের শিক্ষার জন্য এ প্রতিষ্ঠানে ভর্তি করছেন এবং অভিভাবকগণ তাদের সন্তানদের উভয় শিক্ষা লাভে উৎসাহিত হচ্ছেন। প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে সরকারী নিয়ম নীতি অনুযায়ী সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। ১৯৯৬ ইং সনে ছাত্র-ছাত্রীরা ১ম দাখিল পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ভাল ফলাফল অর্জনের মাধ্যমে শিক্ষার অগ্রযাত্রা শুরু হয়। ১৯৯৬ ইং সন হতে অদ্যবধি দাখিল, জেডিসি,ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ ও পাবলিক পরীক্ষার ফলাফল পাঠদান পদ্ধতি, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী ভৌত অবকাঠামো সহ বিভিন্ন কার্যক্রমের জন্য অত্র প্রতিষ্ঠানটি ২০০৩ ইং সনে পঞ্চগড় জেলায় শ্রেষ্ঠ শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। ২০০৯ ইং সালে বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় জেলা শাখা হতে মাদরাসা পর্যায়ে শ্রেষ্ট স্কাউটস হিসেবে শুভেচ্ছা স্মারক লাভ করে। ২০১১ ইং সালে জাতীয় স্কুল- মাদরাসা ক্রীড়া সমিতি কর্তৃক উপজেলা পর্যায়ে উদ্দীপনা পুরস্কার লাভ করে। প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্জ খামির উদ্দীন প্রধান সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় এবং এলাকার শিক্ষানুরাগী সমাজসেবী ব্যক্তিবর্গের সহযোগিতায় ০১/০৭/২০০২ ইং সনে এ দাখিল মাদরাসাটি আলিম (উচ্চ মাধ্যমিক) পর্যায়ে উন্নীত করা হয় এবং ০১/০৭/২০০৫ ইং সনে আলিম একাডেমিক স্বীকৃতি লাভ করে। ২০০৪ ইং সনে আলিম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা ১ম পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে ও ভালো ফলাফল অর্জন করে। ২০০৪ ইং সন থেকে অদ্যবধি আলিম পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে উজ্জ্বল ফলাফল অব্যাহত রাখে। কিন্তু দূর্ভাগ্য হলেও সত্য প্রতিষ্ঠানটির দাখিল স্তর ০১/০৭/১৯৯৫ ইং সন থেকে এমপিও ভূক্ত হলেও দীর্ঘ ১৫ বছরেও আলিম স্তর এমপিও ভূক্ত হয়নি। ফলে আলিম স্তরের শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করছে। অধ্যক্ষ জনাব এ,আর,এম শহীদুল ইসলাম সাহেব ১৮/১২/১৯৯৩ ইং তারিখে সুপারিনটেনডেন্ট এবং আলিম স্তর খোলার পর ০১/০৭/২০০২ ইং তারিখে অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি তার দায়িত্ব অদ্যবধি নিষ্ঠার সাথে পালন করছেন।

সভাপতির বাণী

image-not-found

মানব জাতির সূচনা লগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে চলছে। আর শত সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানবের কল্যাণে সমাজ হিতৈষী ব্যক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ণ হন। এমনিই ভাবেই দক্ষ, অভিজ্ঞ, জ্ঞানে সু-গভীর ও বিদ্যানুরাগী এক মহাপুরুষ মরহুম আলহাজ্জ খামির উদ্দীন প্রধান সাহেবও ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য, আদর্শ ও সুনাগরিক রূপে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে এলাকাবাসীর সহযোগিতায়, পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন ৫ নং চাকলাহাট ইউনিয়নস্থ চাকলাহাট গ্রামে প্রাকৃতিক ও সু-নিবিড় পরিবেশে মানসম্মত ধর্মীয় ও আধুনিক বিদ্যাপীঠ হিসাবে ১৯৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন হাজী খামির উদ্দীন প্রধান আলিম মাদ্রাসা। সঠিক ধর্মীয়, নৈতিক শিক্ষা ও যুগোপযোগী আধুনিক শিক্ষার সমন্বয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি গুনগত ও মানসম্মত শিক্ষাদানে সক্ষম। বর্তমান সরকারের শিক্ষা বিষয়ক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরামর্শে প্রতিষ্ঠানটি ২০০২খ্রিস্টাব্দে দাখিল খথকে আলিম শ্রেণিতে উন্নিত হয়েছে। আল্লাহ তা’য়ালা এই প্রতিষ্ঠানটিকে সঠিক ইসলাম ও আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার মারকায হিসাবে কবুল করে নিন। আমিন!!

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জফির উদ্দীন আহাম্মেদ
সভাপতি
হাজী খামির উদ্দীন প্রধান আলিম মাদ্রাসা
চাকলাহাট, পঞ্চগড় সদর, পঞ্চগড়

অধ্যক্ষের বাণী

image-not-found

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী খামির উদ্দীন প্রধান আলিম মাদ্রাসা এর ধারাবাহিক সাফল্যে এলাকাবাসীর দাবী ও শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে পঞ্চগড় জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এটি প্রতিষ্ঠানের গভনিংবডি সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল। এলাকাবাসীর সেবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা।

এ.আর.এম. শহীদুল ইসলাম
অধ্যক্ষ
হাজী খামির উদ্দীন প্রধান আলিম মাদ্রাসা
চাকলাহাট, পঞ্চগড় সদর, পঞ্চগড়